সিনিউজ ডেস্ক:
বিদেশ যেতে ইচ্ছুকদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এ সময় প্রবাসীদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, “বিদেশ যেতে ইচ্ছুকদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ দেওয়া হবে। জমি বিক্রি করতে হবে না।”
করোনার সময় দেশে ফিরে আসা প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “করোনাকালে দেশে ফেরা প্রবাসীদের হতাশ না হয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে হবে।” কর্মীদের দক্ষতা বাড়াতে আরও ১০০ প্রশিক্ষণ গড়ে তোলা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।