অর্থনীতি ব্যাংক বীমা শেয়ার বাজার স্টক এক্সচেঞ্জ

বাড়লো স্বর্ণের দাম

সিনিউজ ডেস্ক:

আরেক দফা বাড়লো স্বর্ণের দাম। প্রতি ক্যারেট স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা। বুধবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হচ্ছে নতুন দাম।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৭৪ হাজার ৬৫০ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম পড়বে ৭১ হাজার ৫০০ টাকা এবং ১৮ ক্যারেটের সোনার ভরির দাম পড়বে ৬২ হাজার ৭৫২ টাকা।

এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও মজুরিও যোগ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (০৫ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দামের কথা জানিয়েছে।

সনাতন পদ্ধতির স্বর্ণের দামও নির্ধারণ করা হয়েছে। যা প্রতি ভরি বিক্রি হবে ৫২ হাজার ৪৩০ টাকায়। রুপার দাম অপরিবর্তিত থাকবে। রাজধানীর বিভিন্ন জুয়েলার্সে ভ্যাট আদায়ের জন্য ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সমিতির নেতারা জানান, ব্যবসায় স্বচ্ছতা আনতে ভ্যাট ও মজুরি সোনার দামের সঙ্গেই নেওয়া হবে। ভ্যাট, মজুরিসহ সোনার দাম প্রতি ভরি ৮০ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে।

Related Posts