সিনিউজ ডেস্ক:
এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।
শুক্রবার বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) ঢাকা শাখার অনুরোধে এ রেড নোটিশ জারি করা হয়।
পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো: সোহেল রানা গণমাধ্যমকে বলেন, “বাংলাদেশ পুলিশের এনসিবি ইন্টারপোল শাখা পি কে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছিল এবং সেই আবেদনে আমরা সম্ভাব্য লোকেশন উল্লেখ করে দিয়েছি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের যে মামলা এবং অপরাপর যে অভিযোগ রয়েছে তা সুনির্দিষ্টভাবে আমরা উল্লেখ করে দিয়েছি।”।
পুলিশের কর্মকর্তা সোহেল রানা আরো জানান, তাদের করা আবেদনটি ইন্টারপোলের একটি বিশেষ কমিটি পর্যালোচনা করেছে। তিনি বলেন, “পর্যালোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। এই রেড নোটিশটি পাঁচ বছরের জন্য জারি থাকবে। রেড নোটিশ জারি করে পৃথিবীর বিভিন্ন দেশে ইন্টারপোলের যে শাখা রয়েছে, সেগুলোতে এই রেড নোটিশ প্রেরণ করেছে।”
অভিযোগ রয়েছে পি কে হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট করেছেন। পরে দুই বিনিয়োগকারীর করা আবেদনের শুনানি নিয়ে গত ১৯ জানুয়ারি এক আদেশে প্রশান্ত কুমার হালদারের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দেন হাইকোর্ট।
তখন পি কে হালদার দেশ ছেড়ে চলে যান এবং কিছুদিন আত্মগোপন থাকার পর তিনি দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। ৭ সেপ্টেম্বর আদালত বলেন, তিনি কখন কীভাবে আসবেন তা জানাতে। পরে ২০ অক্টোবর একটি আবেদন করা হয়। যেখানে নির্বিঘ্নে দেশে আসার কথা বলা হয়েছে এবং সেখানে ২৫ অক্টোবরের একটি টিকিটের কপিও সংযুক্ত করা হয়।
এর আগে ২১ অক্টোবর হাইকোর্ট দেশে আসার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট আদালতেও পাঠাতে বলা হয়।পুলিশের মহাপরিদর্শক, ইমিগ্রেশন অথরিটিরি চিফ ও দুর্নীতি দমন কমিশনের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ২৪ অক্টোবর ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের আইনজীবী, দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জানিয়েছেন পি কে হালদার ২৫ অক্টোবর দেশে ফিরছেন না। তখন থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন।