সিনিউজ ডেস্ক:
ক্রিকেট বা অন্যান্য খেলার সঙ্গে যুক্ত থাকা তারকারা রাজনীতিতে এসেছেন, এটা নতুন কথা নয়। তবে রাজ্য রাজনীতিতে যদি সেই জল্পনা চলে মহারাজ অর্থাৎ সৌরভ গাঙ্গুলিকে নিয়ে, সেটা যে অন্য মাত্রা পাবে তা আর বলার অপেক্ষা রাখে না। বহুদিন ধরেই সৌরভকে নিয়ে এই চর্চা চলছে পশ্চিমবঙ্গজুড়ে। এই আবহের মধ্যে বুধবার সৌরভের বাড়িতে যান রাজ্যের সাবেক মন্ত্রী তথা শিলিগুড়ির বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্য।
অশোকবাবুর সঙ্গে সৌরভের সম্পর্ক বহুদিনের। সম্পর্কে সৌরভ তার আত্মীয় হন। ক্রিকেট নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অতীতে বহুবার শিলিগুড়িতে গিয়েছেন সৌরভ। তাই অশোকবাবু যদি সৌরভের বাড়িতে আসেন তাতে অবাক হওয়ার কিছু থাকে না। কিন্তু এদিন সাক্ষাতের পর সাবেক ন্ত্রী ফেসবুকে একটি পোস্ট করেছেন। তাতে লেখা, ‘সৌরভের রাজনীতিতে আসা উচিত নয়। ক্রিকেট ওকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে। অর্থাৎ এটা পরিষ্কার সৌরভ রাজনীতিতে প্রবেশ করুন এটা একেবারেই চাইছেন না তিনি।’
এদিন সৌরভ এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। জানা গেছে, সেখানে রাজনীতি প্রসঙ্গে আলোচনা হয়েছে। অশোকবাবু বর্তমান বিসিসিআই প্রেসিডেন্টকে জানিয়েছেন, রাজনীতিতে আসা তার উচিত কাজ হবে না। তার কারণ ক্রিকেট খেলে সৌরভ যে জনপ্রিয়তা এবং সম্মান পেয়েছেন, সেটা রাজনীতির কারণে নষ্ট হয়ে যেতে পারে। এমন বার্তাই তিনি সৌরভকে দিয়েছেন বলে খবর।
এমন একটা সময় অশোক ভট্টাচার্য দেখা করতে গেলেন সৌরভের সঙ্গে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে। তবে কি এটাই ঘটনা যে সৌরভের কাছে সরাসরি বিজেপির প্রস্তাব রয়েছে রাজনীতিতে নামার ব্যাপারে? আর সেই কারণেই তিনি বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করার পাশাপাশি পরামর্শ নেওয়ার জন্য অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা বললেন আজ? তেমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দু’দিন আগেই সৌরভ দিল্লি গিয়েছিলেন ক্রিকেট স্টেডিয়ামে প্রয়াত দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অরুণ জেটলির মূর্তি উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে। সেখানে হাজির ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের দু’জনের মধ্যে কথাও হয়। এর আগেও বিভিন্ন সূত্রে জানা গেছে যে, সৌরভ ঘনিষ্ঠমহলে বলেছেন রাজনীতিতে আসার ব্যাপারে তার কাছে সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। কোন দলের কথা সৌরভ বলছেন তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।