নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মেট্টোপলিটন (সিএমপি) পুলিশের পাঁচলাইশ মডেল থানার অধীন বিট পুলিশিং-৩৬ এর উদ্যোগে ও মেসার্স কর্ণফুলী বিল্ডার্স এন্ড সাপ্লাইয়ার্সের সার্বিক সহযোগিতায় নগরীর সুগন্ধা আবাসিক এলাকার দুই নম্বর রোডে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
৯ জানুয়ারী (শনিবার) সন্ধ্যায় পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক বিপিএম (বার)।
বিশেষ অতিথি ছিলেন সিএমপির উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাদিরা নূর, পাঁচলাইশ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শহীদুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিট পুলিশিং কমিটি-৩৬ এর সভাপতি জসিমুল আনোয়ার খান। বক্তব্য রাখেন মেসার্স কর্ণফুলী বিল্ডার্স এন্ড সাপ্লাইয়ার্সের স্বত্ত্বাধিকারী লায়ন আলহাজ্ব শাহাদাৎ হোসেন তানিম।
আলোচনা সভা শেষে মেসার্স কর্ণফুলী বিল্ডার্স এন্ড সাপ্লাইয়ার্সের সহযোগিতায় এলাকার গরীব-অসহায় শীতার্ত মানুষের মাঝে ২০০ পিস কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রাশেদুল আনোয়ার খান, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহমান, সাদমান আসিফ খান, সাদমান সাকিব, শফিউল আলম, কায়সার খান, ফরহাদ জাবেদ, আনোয়ার ও বিলালসহ প্রমূখ।