চট্টগ্রাম লিড নিউজ সিটি কর্পোরেশন

গণমানু‌ষের কল‌্যাণই আওয়ামী লী‌গের রাজনী‌তি: মেয়রপ্রার্থী রেজাউল

নিজস্ব প্রতিবেদক:

নগরীর মোহরা, চান্দগাঁও এবং পূর্ব ষোল শহর ওয়া‌র্ডে নৌকা প্রতী‌কে ভোট চে‌য়ে সোমবার গণসং‌যোগ করে‌ছেন বাংলা‌দেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল ক‌রিম চৌধুরী। এসময় বি‌ভিন্ন পথসভায় ভোটারদের উ‌দ্দে‌শ্যে রাখা বক্ত‌ব্যে ব‌লেন, জনকল্যাণে কাজ কর‌তে হ‌লে জনগ‌ণের কা‌ছে যে‌তে হ‌বে। অজুহাত, না‌লিশ, সন্ত্রাস, নৈরাজ‌্য সৃ‌ষ্টির অপরাজনী‌তি ক‌রে জনকল‌্যাণ হয় না। হত‌্যা, ষড়য‌ন্ত্রের মাধ‌্যমে ক্ষমতা দখল ক‌রে যে দ‌লের জন্ম, তারা মানুষ‌কে কি দি‌তে পা‌রে তা বাংলা‌দেশ দেখে‌ছে। তারা পারে কেবল ধোকা দি‌তে।

তি‌নি আ‌রো ব‌লেন, আওয়ামী লীগ গণমানু‌ষের দল। গণমানু‌ষের কল‌্যাণই আওয়ামী লী‌গের রাজনী‌তি। তাই আ‌মি আপনা‌দের কা‌ছে এ‌সে‌ছি, আপনা‌দের দোয়া নি‌তে। বঙ্গবন্ধু কন‌্যা আমা‌কে আপনা‌দের সেবার দা‌য়িত্ব দি‌তে চান। তাই, নৌকা মার্কায় ভোট চাই‌তে আপনা‌দের কা‌ছে পা‌ঠি‌য়ে‌ছেন। আ‌মি আপনা‌দের সন্তান, বীর চট্টলার সন্তান। মেয়র নির্বা‌চিত হ‌য়ে আ‌মি সকল শ্রেনী পেশার প্রতি‌নি‌ধি‌দের মতাম‌তের ভি‌ত্তি‌তে সম‌ম্বিত প‌রিকল্পনায় চান্দগাঁও মোহরাসহ পু‌রো চট্টগ্রাম নগরীকে নান্দ‌নিক রু‌পে সাজা‌তে চাই। চট্টগ্রা‌মের ধর্ম, শিক্ষা, সংস্কৃ‌তি ও সমৃ‌দ্ধির জন‌্য আমার পূর্বাপুরুষরা কাজ ক‌রে গে‌ছেন।

মহানগর আওয়ামী লী‌গের মহানগর আওয়ামী লী‌গের কোষাধ‌্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠ‌নিক সম্পাদক নোমান আল মাহমুদ, সা‌ংস্কৃ‌তিক সম্পাদক আবু তা‌হের, ম‌হিলা সম্পা‌দিকা ও কাউ‌ন্সিলর প্রার্থী জোবাইরা না‌র্গিস খান, ৫ নং মোহরা ওয়ার্ড আওয়ামী লী‌গের আহ্বায়ক না‌জিম উ‌দ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জসীম উ‌দ্দিন, যুগ্ম আহ্বায়ক খা‌লেদ হাসান খান মাসুক, কাউ‌ন্সিলর প্রার্থী নুরুল আ‌মিন মামুনসহ বিপুল সংখ‌্যক নেতাকর্মী মেয়র প্রার্থী রেজাউল করিমের সঙ্গে ছিলেন।

Related Posts