অপরাধ চট্টগ্রাম লিড নিউজ সিটি কর্পোরেশন

সিটি নির্বাচনকে কেন্দ্র করে পাঠানটুলিতে দু’গ্রুপের সংর্ঘষে নিহত ১

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম সিটি করর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে একজন।

নিহত আজগর আলী বাবুল প্রকাশ বাবুল সর্দার (৫২) তিনি ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে। এবং আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক।

মঙ্গলবার (১২জানুয়ারী) মহানগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী ওয়ার্ডর কাপুড়িযা পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

সিএমপির ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনের পোষ্টার ছেঁড়াকে কেন্দ্র করে এক গ্রুপের গুলিতে অপর গ্রুপের একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Posts