নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের তিন পৌরসভায় মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই তিনটি পৌরসভা হচ্ছে সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া।
বুধবার (১৩ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এতে সাতকানিয়া পৌরসভার মেয়র পদে ফের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের।
চন্দনাইশ পৌরসভার মেয়র পদেও আবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মো. মাহবুবুল আলম খোকা। চমক জাগিয়ে পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আয়ুব বাবুল পটিয়া পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন।
বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ১৪ ফেব্রুয়ারি এই তিনটি পৌরসভাসহ দেশের ৫৬টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী চট্টগ্রামের সাতকানিয়া ও পটিয়ায় ইভিএমে ভোট নেওয়া হবে। অন্যদিকে চন্দনাইশ পৌরসভায় ভোট নেওয়া হবে ব্যালটে।