গণমাধ্যম চট্টগ্রাম

‌‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা মানে স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হামলা’

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে জড়িতদের কঠোর শাস্তি ও এ ঘটনার উসকানিদাতাদের গ্রেফতারের দাবি জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সর্বস্তরের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেতৃবৃন্দ।

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম, শামসুল ইসলামের সঞ্চালনায় সামবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরূদ্ধে চট্টগ্রামের সাংবাদিক সমাজ অতীতেও সোচ্চার ছিল, এখনো সোচ্চার। ভাস্কর্য বিরোধী বিভিন্ন ধরণের উসকানিমূলক বক্তব্য দিয়ে যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের বিরূদ্ধে সারাদেশের মানুষ সোচ্চার হয়ে ওঠেছে। এদের কোন অপচেষ্ঠাই এদেশের মানুষ সফল হতে দেবেনা।

নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসেও স্বাধীনতা বিরোধী শক্তি ফনা তোলার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ তা কখনো হতে দেবে না। তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা মানে স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হামলা। এ হামলা বাঙ্গালী জাতি মেনে নিতে পারে না।

বক্তারা বলেন, এধরনের ধৃষ্টতা যারা দেখিয়েছে তাদের এবং তাদের ইন্ধনদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে আর কেউ এমন দু:সাহস না দেখায়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিইউজে’র সভাপতি মোহাম্মদ আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সিইউজে সহ-সভাপতি অনিন্দ্য টিটো, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ ও নির্মল চন্দ্র দাশ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক, লাইব্রেরী সম্পাদক রাশেদ মাহমুদ, বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ ফারুক, সিইউজে টিভি ইউনিট চিফ মাসুদুল হক প্রমুখ।

Related Posts