নিজস্ব প্রতিবেদক |
চট্টগ্রাম বন্দর থানাধীন জেটি গেট এলাকার স্বাস্থ্য কর্মকর্তার অফিসে চুরির ঘটনায় অভিযান চালিয়ে বারিক বিল্ডিং এলাকা থেকে মো. সোলাইমান প্রকাশ বুল্লু (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ ডিসেম্বর) গ্রেপ্তারের পর চুরি যাওয়া মালামালসহ ৩টি মনিটর, ৩টি সিপিউ ও একটি জেনারেল এসিসহ প্রায় ২ লাখ টাকা সমমূল্যের সামগ্রী উদ্ধার করা হয়। গত ৪ ডিসেম্বর রাতে এ চুরির ঘটনার পর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মোতাহার হোসেন বাদি হয়ে মামলা করেন।
গ্রেপ্তার বুল্লু কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার মো. পলাশের ছেলে। তিনি নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় বসবাস করতেন।
বন্দর জোনের এসি কীর্তিমান চাকমা বলেন, ‘বুল্লুসহ কয়েকজন মিলে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মোতাহার হোসেনের অফিসে চুরির ঘটনা ঘটায়। এ ঘটনার দুইদিন পর ডা. মো. মোতাহের হোসেন থানায় এসে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। উক্ত মামলার সূত্র ধরেই মূলত অভিযান চালিয়ে বুল্লুকে বারিক বিল্ডিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার পরবর্তী বুল্লুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। আশা করি তারাও খুব দ্রুত গ্রেপ্তার হবে।’