বিনোদন

বেবি বাম্প নিয়ে ফটোশুট করলেন কারিনা

বিনোদন ডেস্ক:

তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুরের প্রথম সন্তান তৈমুর আলী খান। এরই মধ্যে দ্বিতীয় সন্তানের আগমন ঘটবে এই দম্পতির জীবনে। তৈমুরের জন্মের আগের মতোই এবারও একের পর এক ফটোশুট করে যাচ্ছেন কারিনা।

অন্তঃসত্ত্বা অবস্থায় কখনো লাল সিং চাড্ডার শুটিং করেন কারিনা কাপুর থান আবার কখনো ব্যস্ত হয়ে পড়েন ফটোশুট নিয়ে। অন্তঃসত্ত্বা অবস্থায় বোন কারিশমা কাপুরের সঙ্গেও ফটোশুট করতে দেখা যায় হিরোইন খ্যাত নায়িকাকে।

গাঢ় নীল রঙের বডি হাগিং পোশাক পরে ক্যামেরার সামনে হাজির হলেন কারিনা।

Related Posts