নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন উপলক্ষে নগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগকে সহযোগিতা করার জন্য কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দীনকে নগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।
আদেশে বলা হয়েছে, আসন্ন চসিক নির্বাচনী কাজে উপ-কমিশনার (ডিবি-উত্তর) কে সহযোগিতা করার জন্য এডিসি আসিফ মহিউদ্দীনকে নির্বাচনকালীন সময়ের জন্য ডিবি-উত্তর বিভাগে সংযুক্ত করা হলো।
সোমবার পৃথক এক আদেশে নির্বাচন কমিশন সচিবালয়ের এক চিঠির প্রেক্ষিতে পাঁচ থানার ওসি পদে রদবদলের আদেশ দেওয়া হয়।