নির্বাচন লিড নিউজ সিটি কর্পোরেশন

নান্দ‌নিক চট্টগ্রাম সিটি গড়তে নৌকায় ভোট দিন: রেজাউল

নিজস্ব প্রতিবেদক:

শান্তি সৌহার্দের নান্দ‌নিক চট্টগ্রাম সিটি গড়তে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল ক‌রিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামের মানুষ উন্নয়নের প‌ক্ষে নৌকায় ভোট দি‌তে জোটবদ্ধ। নৌকার পা‌লে বিজ‌য়ের হাওয়া লে‌গে‌ছে দে‌খে হয়‌তো কা‌রো মাথায় গন্ড‌গোল দেখা দি‌তে পা‌রে।

চট্টগ্রামের উন্নয়‌নের স্বা‌র্থে এক‌দি‌কে দলমত নি‌র্বি‌শে‌ষে রাজ‌নৈ‌তিক, সামা‌জিক, সাংস্কৃ‌তিক, ব‌্যবসায়ী সংগঠনগু‌লো সি‌টি মেয়র প‌দে নৌকা প্রতীক‌কে সমর্থন জা‌নি‌য়ে যা‌চ্ছেন। তবে এক‌টি অশা‌ন্তি পা‌র্টি মি‌থ্যা ও ভি‌ত্তিহীন অজুহাত তুলতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সা‌বেক মে‌য়র আ জ ম না‌ছির উ‌দ্দিন ব‌লেন, চ‌সিক নির্বাচ‌নে য‌দি কেউ অশা‌ন্তি তৈরী কর‌তে চায়, য‌দি সন্ত্রাস নৈরা‌জ্যের প‌থে হাঁট‌তে চায় তা‌দের বিরু‌দ্ধে গণ প্রতি‌রোধ গ‌ড়ে তুলুন। নৌকা প্রতীকের শান্তি প্রিয় কর্মী ২৭ তা‌রিখ সারা‌দিন নির্বাচনী বি‌ধি মে‌নে কেন্দ্রের অদু‌রে অবস্থান নি‌য়ে থাক‌বেন। তবে কেউ যা‌তে অশা‌ন্তি সৃষ্টি কর‌তে না পা‌রে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি।

সোমবার ১৮ নং প‌শ্চিম বাক‌লিয়া, নগরী উত্তর ও দ‌ক্ষিণ পাঠানটুলি, পতেঙ্গা এবং পূর্ব মাদারবাড়ী ওয়া‌র্ডে নৌকা প্রতী‌কে ভোট চে‌য়ে গণসং‌যোগকালে আওয়ামী লীগ ম‌নোনীত মেয়র পদপ্রার্থী মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল ক‌রিম চৌধুরী এসব কথা বলেন।

বিভিন্ন স্থানে গণসংযোকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সা‌বেক মেয়র আ জ ম না‌ছির উ‌দ্দিন, সাংগঠ‌নিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম প্রমুখ। এর আগে হালিশহর, মুনির নগর ও গোসাইল ডাঙ্গায় গণসংযোগ করেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

Related Posts