চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে এই যাচাই-বাছাই সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার।
মনোনয়নপত্র বাছাইকালে এক মেয়র প্রার্থীসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচ জন মেয়র প্রার্থী, ৪১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৯ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আগামী ৩দিনের মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আপিল করতে পারবেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ইমতিয়াজ হোসেন জানান, মেয়র পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে ঋণ খেলাপি হওয়ার কারণে এলডিপি মনোনীত মেয়র প্রার্থী আইনুল মনোনয়নপত্র বাতিল হয়েছে। অপর ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তন্মধ্যে ১০ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। ৩, ৪, ৮ ও ৯ নং ওয়ার্ডের সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় ১নং ওয়ার্ডের শাহেদুল ইসলামের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কেএম হামিদ উদ্দিন, মোজাম্মেল ইসলাম সোহেল ও মো. কামাল হোসেন চৌধুরী ঋণ খেলাপি হওয়ায় এবং মো. ইউসুফ মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় মনোনয়ন পত্র বাতিল করা হয়। ঋণ খেলাপি হওয়ায় ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. গোলাম মোস্তফার মনোনয়ন বাতিল করা হয়। ৬ নং ওয়ার্ডে ঋণ খেলাপি হওয়ায় মো. সৈয়দ এবং মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় সরোয়ার ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। ৭নং ওয়ার্ডে মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় মো. মোজাম্মেল হক চৌধুরী এবং ঋণ খেলাপি হওয়ায় মো. আবু ছাদেকের মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সকলের মনোনয়নপত্র বৈধ হয়েছে। আগামী ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ ভোট গ্রহণ।
১৭ দশমিক ০৮ বর্গ কি. মি. আয়তনের এই পৌরসভায় আসন্ন নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৮ হাজার ৯শ’ ৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১শ ৯৯ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৭শ ৯৮ জন। এর আগে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এ পৌরসভায় ভোটারের সংখ্যা ছিল ২৬ হাজার ৭শ ১৩জন
চন্দনাইশ মৌজাসহ উপজেলার ৩নং হারালা ইউনিয়ন সম্পূর্ণ, ২নং জোয়ারা ইউনিয়নের আংশিক ও গাছবাড়ীয়া মৌজাসহ ৮নং হাশিমপুর ইউনিয়নের অংশ বিশেষ নিয়ে ২০০২ সালের ২৫ আগস্ট চন্দনাইশ পৌরসভা গঠিত হয়। ২০০৫ সালের ১ আগস্ট এটি “খ” শ্রেণিতে উন্নত হয়। ২০১৬ সালে “ক” শ্রেণিতে উন্নীত হয়। প্রথম প্রশাসক ছিলেন তৎকালীন ইউএনও মো. এ কে এস মাহবুবুর রহমান। প্রথম নির্বাচন হয় ২০০৫ সালে, দ্বিতীয় নির্বাচন হয় ২০১১ সালে, তৃতীয় নির্বাচন হয় ২০১৫ সালে। প্রথম মেয়র নির্বাচিত হন আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব কুতুবী, দ্বিতীয়বারও (বর্তমান) তিনিই নির্বাচিত হন। এরপর ২০১৫ সালে ১ম বারের মত দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম খোকা মেয়র নির্বাচিত হন।