নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ও বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন তাঁদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আগামীকাল শনিবার (২৩ জানুয়ারি)।
আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী ইশতেহার ঘোষণার বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
অপরদিকে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন তাঁদের নির্বাচনী ইশতেহার ঘোষণার বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব ও নগর বিএনপির দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী।
এর মধ্যে শনিবার সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। পরে বেলা ১২ টায় নগরের জামালখান এলাকার একটি রেষ্টুরেন্টে চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।