নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে।
রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। ভাঙচুর চালায় নির্বাচনী কার্যালয়ে থাকা চেয়ার টেবিলেও।
বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী ইয়াছিন চৌধুরী আশুর স্ত্রী রানী বেশ কয়েকজন পুরুষ সমর্থককে সঙ্গে নিয়ে এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন একই এলাকায় আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নুরুল আলম।
এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তারা হলেন, নুরুল আলমের স্ত্রী শান্তা (৩৫) ও তার ভাইয়ের বউ ইসরাত জাহান (৩৩)। এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ১৯নং ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ে নৌকা ও মিষ্টি কুমড়া প্রতীকের প্রচারণা চালানোর সময় হঠাৎ করে হামলা চালায় বিএনপি। ইয়াছিন চৌধুরী আশুর স্ত্রী রানীর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও অবহিত করেছেন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নুরুল আলম।