নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনী প্রচারণা শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ভোট দেবেন বহদ্দারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সকালে প্রথমে তিনি বাবা-মার কবর জেয়ারত করবেন। এরপর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সকাল ৯টার পর তিনি ভোট দেবেন বলে জানা গেছে।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নগরবাসী ভোটদানের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দুই সিটি করপোরেশনের নগরপিতা নির্বাচিত করবেন।