নির্বাচন

মেয়রপ্রার্থী ডা. শাহাদাত ভোট দেবেন বাকলিয়া বিএড কলেজে

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনী প্রচারণা শেষে চট্টগ্রাম সিটি করর্পোরেশনের ভোটগ্রহণ আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ভোট দেবেন বাকলিয়া বিএড কলেজ কেন্দ্রে। ভোট শুরু হলে প্রথমে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। সকাল ১০টার পর তিনি ভোট দেবেন বলে জানা গেছে।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নগরবাসী ভোটদানের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দুই সিটি করপোরেশনের নগরপিতা নির্বাচিত করবেন।

Related Posts