চট্টগ্রাম নির্বাচন লিড নিউজ সিটি কর্পোরেশন

জয়ে আশাবাদী মেয়র প্রার্থী রেজাউল

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নিজের ভোট দিয়েই শতভাগ বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রামের বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন প্রার্থী রেজাউল করিম।

এই সময় তার সাথে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। ভোট দিয়েই প্রার্থী রেজাউল করিম চৌধুরী প্রতিক্রিয়া জানিয়ে গণমাধ্যমকে বলেন, ‘সুষ্টুভাবে নগরীর প্রতিটি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে।’

নির্বাচনে নিজের বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘চট্টগ্রাম নগরবাসী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারও নৌকা প্রতীককে বিজয়ী করবে।’

Related Posts