শোক ও স্মরণ

সমাজ সেবক রঞ্জন সেন এর পরলোক গমন

প্রেস বিজ্ঞপ্তি:

আনোয়ারা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অমীয় ভূষণ সেন এর পুত্র বিশিষ্ট সমাজসেবক রঞ্জন সেন (৬৫) গত ২৫ জানুয়ারী ২০২১ ইং সোমবার রাত ০৩:৩০ ঘটিকায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পরলোক গমন করেন।

তিনি সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম, সামসেড-বাংলাদেশ এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, আনোয়ারা সদরের জয়কালী ও জ্বালাকুমারী মন্দির, রামকৃষ্ণ সারদা সেবাশ্রম, লোকনাথ সেবাশ্রম, কৃষ্ণ মন্দির ও মিশন, রাম ঠাকুর মন্দির, আনোয়ারা হরিমন্দির সহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা ও পরিচালনার দায়িত্বে ছিলেন।

তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে সামসেড-বাংলাদেশ এর প্রধান নির্বাহী কাঞ্চন চক্রবর্তী, রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের পরিচালক মিলন সেন, জয়কালী ও জ্বালাকুমারী মন্দিরের পক্ষে সন্তোষ দাশ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

Related Posts