চট্টগ্রাম স্বাস্থ্য

চট্টগ্রামে আরও ৪৯জনের দেহে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪৯জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮৩৩ জন।

বৃহস্পতিবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৮২টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৪৫ জন এবং উপজেলার ৪ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষায় ৭জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৬৮টি নমুনা পরীক্ষায় ১৫জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪২০টি নমুনা পরীক্ষায় ১৯জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারী শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০৮টি নমুনা পরীক্ষায় ৩জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩১টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১১টি নমুনা পরীক্ষায় ৪জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ও বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে এদিন কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

Related Posts