বিনোদন ডেস্ক:
অভিনয় ছেড়ে ক্রিকেট মাঠে নেমে পড়তে চান সানি লিওন। সামনেই ভারতীয় দলের মুখোমুখি হবে ইংল্যান্ড ক্রিকেট দল। সুযোগ পেলে এই সিরিজেই মাঠে নামতে চান এই বলিউড সুন্দরী! সে জন্য ব্যাগ গুছিয়ে নেওয়ার আভাসও দিলেন তিনি।
সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে এমনটাই আভাস দিলেন সানি। পোস্টের ক্যাপশনে লেখা, ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার জন্য ব্যাগ গোছাই নাকি তাহলে? নিচে হ্যাশট্যাগে লেখা, ইন্ডিয়ান ক্রিকেট টিম।
তবে এটা যে তিনি নেহাত মজা করে বলেছেন সেটা বোঝা যাবে তার প্রকাশিত একটি ভিডিও থেকে। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাট হাতে দাঁড়িয়ে অভিনেত্রী। পেছনে তার ছোট ছেলে উইকেট নিয়ে নাড়াচাড়া করায় ব্যস্ত। সামনে থেকে ছুটে এলো বল। প্রবল বেগে ছক্কা হাঁকালেন সানি।
ক্যামেরা ঘুরতেই দেখা গেল সানির শটে বল বেশ খানিকটা দূরে গিয়ে পড়েছে। খোদ বোলার বল আনতে ছুটলেন সেদিকে।