নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার সময় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেছেন, এইবছরের প্রাপ্ত ফলাফল খুবই সন্তোষজনক। করোনা পরিস্থিতি বিবেচনায় এইবছর হয়নি এইচএসসি পরীক্ষা। তাই সরকারের ঘোষণা অনু্যায়ী সবাই করেছে পাশ।
এই অটোপাশের বছরে চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১৪৩ জন।
আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় এইচএসসির ফলাফল ঘোষণা করেন নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।
এসময় তিনি বলেন, কোভিড পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে যে ভয়াবহ স্বাস্থ্যহানি ঘটছে সে পরিস্থিতি বিবেচনায় এ বছর এইচএসসি পরীক্ষা ২০২০ গ্রহণ সম্ভব হয়ে উঠেনি। এ প্রেক্ষাপটে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রণয়ন করার জন্য একটি পরামর্শক কমিটি গঠন করা হয় এবং ফল প্রকাশ সংক্রান্ত আইনে সংশোধনী আনা হয়। সংশোধিত আইন এবং পরামর্শক কমিটির সুপারিশ মোতাবেক এইচএসসি পরীক্ষা ২০২০ এর ফল প্রস্তুত করা হয়েছে।
ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে পরীক্ষার্থীদের জেএসসি ও এইচএসসিতে প্রাপ্ত মার্কের ভিত্তি হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। এক্ষেত্রে জেএসসি ও এইচএসসির প্রধান বিষয়গুলির উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে । ফলাফল ঘোষণায় তিনি বলেন, ২০২০ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামে, এইচএসসি পরীক্ষার্থী ছিল ২৬৫ কলেজের সর্বমোট ৯৭ হাজার ৯৬৭ জন। তাদের মধ্যে ছাত্রী ৫০ হাজার ৩২ ও ছাত্র ৪৭ হাজার ৯৩৫ জন। বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ২২ হাজার ৫২ জন। তাদের মধ্যে ছাত্রী ১০ হাজার ১৩ এবং ছাত্র ১২ হাজার ৩৯ জন।
মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ৩৮ হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে ছাত্রী ২২ জন ৯৩০ এবং ছাত্র ১৫ হাজার ৮৪৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ৩৭ হাজার ১৩৯। তাদের মধ্যে ছাত্রী ১৭ হাজার ৮৯ এবং ছাত্র ২০ হাজার ৫০ জন। তিনি বলেন, প্রাপ্ত ফলাফল খুবই সন্তোষজনক। ২০২০ এর এইচএসসি পরীক্ষায় এই বোর্ডের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ১০০ ভাগ। জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ১২ হাজার ১৪৩ জন। তাদের মধ্যে ছাত্রী ৬ হাজার ৩৯৬ এবং ছাত্র ৫ হাজার ৭৪৭ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১০ হাজার ৪৩।
তাদের মধ্যে ছাত্রী ৪,৯৫০ এবং ছাত্র ৫ হাজার ৯৩ জন। মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়েছে ৫২৫। তাদের মধ্যে ছাত্রী ৩২৩ এবং ছাত্র ২০২। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৫৭৫। তাদের মধ্যে ছাত্রী ১ হাজার ১২৩ এবং ছাত্র ৪৫২। তিনি বলেন, সংখ্যা বিবেচনায় ও শতকরা হারে ছাত্রীরা, ছাত্রদের তুলনায় ভাল ফল করেছে। এবার জিপিএ ৫ প্রাপ্তির হার পূর্ববর্তী বছরগুলোর তুলনায় কয়েকগুণ বেশী।