আইন আদালত উপজেলা

ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান
শব্দ দূষণ করায় ১০হাজার টাকা জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ির উত্তর রোসাংগিরী (ধুরুংকুল) মুন্সেফ বাড়ির বিয়েতে বিনা অনুমতিতে গত রাত ১১ টার পর ডিজে সাউন্ড বাজানোর মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টি করায় জাহেদ ভিডিও সেন্টার ও নার্সারির স্বত্ত্বাধিকারী মোঃ জাহেদুল আলম (২৮) কে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর মাধ্যমে ১০০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন।

উপজেলা প্রশাসন বিনা অনুমতিতে রাত ১১ টার পর মাইক/ সাউন্ডবক্স বাজানোর ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে।

এ ব্যাপারে তথ্য সংগ্রহ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সবাইকে এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে অনুরোধ করা হলো। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন৷

উল্লেখ,গত কিছুদিন পূর্বে উপজেলা প্রশাসন কর্তৃক ডিজে সাউন্ড এবং মাইক ব্যবহারের একটি নির্দেশনা সম্বলিত পরিপত্র জারি করা হয়েছে৷

Related Posts