চট্টগ্রাম নির্বাচন লিড নিউজ সিটি কর্পোরেশন

দলীয় সন্ত্রাসীরাই ‘পেটালো’ আ.লীগকে : ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক:

নিজেদের সন্ত্রাসী দ্বারা নিজেরা আক্রান্ত হয়েছে আওয়ামী লীগ। আর এখন বিএনপির ঘাঁড়ে তার দায় ঠেলে দিচ্ছে। সদ্য সমাপ্ত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

শনিবার ( ৩০ জানুয়ারি) সদ্য সমাপ্ত হওয়া চসিক নির্বাচনী ‘সহিংসতায়’ আহত নগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেছেন, ভোটের সাত দিন আগে থেকে সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর গায়েবি মামলা, হামলা চালিয়ে আসছে। ভোটের দিন বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে নগরবাসীকে অপমান করেছে। আমাদের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে, কেন্দ্রে প্রবেশ পর্যন্ত করতে দেয়নি। জনগণ দেখেছে কারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। কারা মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে।

জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী সরকার নির্বাচনকে নির্বাসনে পাঠানোর চূড়ান্ত পর্যায়ে পৌছে গেছে। নির্বাচনের নামে নাটকের মঞ্চায়ন করে জনগণের টাকা লুটপাট করছে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে সরকারের দলীয় অঙ্গসংগঠনে পরিণত করেছে। চসিক নির্বাচনের দিন সারাদেশের মানুষ দেখেছে, আওয়ামী লীগ সরকার জঘন্যভাবে নির্বাচনে প্রশাসন যন্ত্র ব্যবহার করেছে। জনগণের ভোটাধিকার হরণ করে চট্টলার মাটিকে কলঙ্কিত করেছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, বিএনপি নেতা সৈয়দ আবুল বাশার, আমানউল্লাহ আমান, লোকমান আলী, হাসান আলী, জামাল উদ্দিন, আবুল কালাম, মোহাম্মদ লিয়াকত, ফতে আলি, লিটন চৌধুরী, আলাউদ্দিন, আশু মোমেন, বাহাদুর, মনসুর, আলী আব্বাস, হারুন, হামিদ হোসেন, আরসে আজিম আরিফ, কফিল উদ্দিন, মোহাম্মদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

Related Posts