নিউজ ডেস্ক:
সাতক্ষীরার কলারোয়ায় পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন আলোচিত তৃতীয় লিঙ্গের প্রার্থী দিথী খাতুন। তাকে নিয়ে ভোটারদের মধ্যে এক ভিন্নরকম উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহল তৈরি হয়েছিল। নির্বাচনে আংটি প্রতীক নিয়ে ২ হাজার ৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।
গতকাল শনিবার ভোট গণনা শেষে রাতে কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
দিথী খাতুন সংরক্ষিত ৩ নম্বর (৭, ৮ ও ৯ নম্বর) ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। তিনটি কেন্দ্রের প্রতিটিতে সর্বোচ্চ ভোট পাওয়া দিথী খাতুনের নিকটতম প্রতিদ্বন্দ্বী জবা ফুল প্রতীকের হাসিনা আক্তার পেয়েছেন ১ হাজার ১৮৩ ভোট।
অপর প্রার্থী টেলিফোন প্রতীকের জাহানারা খাতুন ৭৬৪ ভোট, আনারস প্রতীকের শাহানাজ খাতুন ৮৬৪ ভোট, চশমা প্রতীকের রুপা খাতুন ৫৮২ ভোট পেয়েছেন। নির্বাচনে তৃতীয় লিঙ্গের প্রার্থী হওয়ায় শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দিথী খাতুন।
নির্বাচনে জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দিথী খাতুন বলেন, জনপ্রতিনিধিত্বের মাধ্যমে সমাজের মূলধারায় তিনি চলে আসবেন। মানুষ হিসেবে মানুষের পাশে থেকে সেবা করবেন। সমাজের মূলধারার সঙ্গে সম্পৃক্ত হয়ে তারাও সমাজ উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিশীল তিনি সেটি প্রমাণ করতে চান।
দিথী খাতুন বলেন, স্থানীয় জনগণ ও সংবাদকর্মীদের প্রেরণা আমাকে সাহস জুগিয়েছে। এছাড়া সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে নারী উন্নয়ন, নারীর অধিকার সমুন্নত ও নারী শিক্ষা বিস্তারসহ সার্বিক উন্নয়নে শরীক হয়ে নিজেদের (তৃতীয় লীঙ্গের) মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা আমার মুল লক্ষ্য।
এর আগে ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে একই পদে তিনি চুড়ি প্রতীকে প্রার্থী হয়েছিলেন। নির্বাচনে মাত্র ১১ ভোটের ব্যবধানে হেরে যান দিথী খাতুন।