চট্টগ্রাম নির্বাচন লিড নিউজ সিটি কর্পোরেশন

নির্বাচনে ভোট ডাকাতি করতে গেলেন কেন?

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র রেজাউল করিমের প্রতি ইঙ্গিত করে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, “চট্টগ্রাম নির্বাচনের বিরুদ্ধে কথা বলায় আপনি আমাকে ‘অর্বাচীন বালক’ বলেছেন। আপনি ৬৪ বছর রাজনীতি করে নিজেকে ত্যাগী নেতা হিসেবে দাবি করে সিটি করপোরশন নির্বাচনে ভোট ডাকাতি করতে গেলেন কেন, কেন মানুষের ভোটাধিকার হরণ করলেন?

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে তিনি এ কথা বলেন।

মির্জা কাদের আরো বলেন, আপনি (রেজাউল করিম) এত বড় নেতা যে, নির্বাচনের আগে আপনার নামও শুনিনি। যদি নিজেকে ত্যাগী ও অভিজ্ঞ মনে করেন, তবে কথা বলার আগে চিন্তা করে বলেন।

জাতীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বড় বড় কথা বলবেন, আমি বললে সমস্যা কেন হবে? আমি কারো রক্তচক্ষুকে ভয় পাই না। ধমনিতে রক্ত থাকতে আমি দুর্নীতি, অপরাজনীতি ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, এটার শেষ আছে।

কাদের মির্জা বলেন, ওবায়দুল কাদের আমাকে বলেছেন, ‘তুমি এলাকার বাইরে কোনো বিষয়ে, বিশেষ করে নির্বাচন নিয়ে কোনো কথা বলবে না।’ আমি বলেছি, ‘আমি একমাস দেখব, যদি পরিবর্তন না হয় তাহলে আবার প্রতিবাদ করে যাবো’।

এসময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়া সরকারের সাথে আপোস করে জেলাখানায় বসে আছে, তারেক জিয়া বিদেশে বসে আসে অসুস্থতার কথা বলে, তারা কিসের রাজনীতি করবে?

Related Posts