উপজেলা চট্টগ্রাম

১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

আনোয়ারা থানাধীন গহিরা দোভাষীর বাজার এলাকায় একটি দোকানের মেঝে খুঁড়ে পাওয়া গেছে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা।

এ ঘটনায় জড়িত মো. আলাউদ্দিন (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দোভাষীর বাজারে কামরুজ্জামানের হার্ডওয়্যার দোকান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) র‌্যাবের পক্ষ থেকে এসব ইয়াবা উদ্ধারের বিষয়টি গণমাধ্যমে জানানো হয়। আটক মো. আলাউদ্দিন আনোযারা উপজেলার পশ্চিম রায়পুর এলাকার মোজাহের মিয়ার ছেলে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা গহিরা দোভাষীর বাজার এলাকায় একটি দোকানের অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। দোকানের মেঝে খুঁড়ে এসব ইয়াবা বের করা হয়। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, গত বছরের সেপ্টেম্বরে বাকলিয়া ও আনোয়ারা উপজেলার গহিরা এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৫ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। সেসব চালানের সঙ্গে সোমবার রাতে ধরা পড়া চালানটি এসেছিল। দুইটি চালান ধরা পড়ার পর ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবার চালানটি দোকানে লুকিয়ে রাখা হয়েছিল।

Related Posts