অপরাধ আইন আদালত উপজেলা চট্টগ্রাম লিড নিউজ

পুত্রবধূকে ধর্ষণে শ্বশুর কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগরীর বোয়ালখালীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩ ফেব্রুয়ারি) অভিযুক্তকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, অভিযুক্তের বাড়ি বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাটে।

এই প্রসঙ্গে ওসি আবদুল করিম বলেন, ধর্ষণের শিকার গৃহবধূ মঙ্গলবার রাতে বাদী হয়ে মামলা করলে আসামিকে রাতেই গ্রেপ্তার করা হয়। পরে বুধবার আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৬ জানুয়ারি রাতে ঘরে একা পেয়ে ছেলের বউকে ধর্ষণ করেন ওই অভিযুক্ত ব্যক্তি। তার আগের দিন গৃহবধূর স্বামী গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশে বের হয়েছিলেন।

 

Related Posts