নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় ঢাকার ওসমানী মিলনায়তনে শপথ নেবেন তারা।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন চসিকের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
তিনি জানান, ১১ ফেব্রুয়ারি ঢাকার ওসমানী মিলনায়তনে শপথ নেবেন চসিকের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাউন্সিলরদের পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী।
এর আগে, ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। এতে নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ৩ লাখের বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন এম রেজাউল করিম চৌধুরী।
অপরদিকে, সাধারণ কাউন্সিলর পদে ৪১টি ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত ৩৯টি ওয়ার্ডেই বিজয়ী হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।