নিজস্ব প্রতিবেদক |
চট্টগ্রাম বন্দর চ্যানেলের অদূরে পতেঙ্গা সৈকতের কাছাকাছি এলাকায় পাথর বোঝাই ‘ইনসাফ-২’ নামের একটি ছোট জাহাজ (বাল্কহেড) ডুবে যাওয়ার ঘটনা ঘটে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে একটি লাইটার জাহাজের ধাক্কায় ওজন ভারসাম্য হারিয়ে ‘ইনসাফ-২’ জাহাজটি ডুবে যায়।
বন্দর সূত্রে জানা যায়, ‘ইনসাফ-২’ নামের পাথর বোঝাই একটি জাহাজ একটি লাইটার জাহাজের ধাক্কায় ডুবে যায়। জাহাজটি উদ্ধারের জন্য মালিকপক্ষের সুপারিশে বন্দরের টাগবোট ‘কাণ্ডারী’ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় বন্দরে জাহাজ আসা-যাওয়ায় সমস্যা হচ্ছে না।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নবী আলম বলেন, দুপুরে ফেরার সময় দুর্ঘটনাকবলিত বাল্কহেডটি উদ্ধারের কাজ করতে দেখেছি। নৌযানটির সব নাবিক নিরাপদে উদ্ধার হয়েছেন। আশাকরি জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে।