চট্টগ্রাম

কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার অজুহাত দেখিয়ে বাসায় ডেকে কলেজছাত্রীকে গণধর্ষণের মূল হোতা রাকিবুল হাসান আরিয়ান (২০) গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার ৫ দিন পর বুধবার (১৬ ডিসেম্বর) খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাকিবুল হাসান আরিয়ান নগরীর আকবর শাহ থানার জানারখিল আরিফ চৌধুরী বাড়ির ভাড়াটিয়া মমতাজ চৌধুরীর ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রাকিব জানায়, ওই কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক থাকলেও এক মাস আগে তা ভেঙে যায়। এর প্রতিশোধ নিতে ১১ ডিসেম্বর বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে অজুহাত দেখিয়ে ওই মেয়েকে বাসায় ডেকে নিয়ে যায় রাকিব। পরে মেয়েটিকে ধর্ষণ করে সে ও তার বন্ধু মেহেদী হাসান (২৩)। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে পরিবারের পক্ষ থেকে আকবরশাহ থানায় ধর্ষণ মামলা করেন।

নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুকুল হক বলেন, ‘দুই বন্ধু মিলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আকবর শাহ থানায় একটি মামলা হয়েছে। মামলার প্রধান আসামি রাকিবুল হাসান আরিয়ানকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামি মেহেদী হাসানকে (২৩) গ্রেফতারের চেষ্টা চলছে।’

Related Posts