নিজস্ব প্রতিবেদক
ইয়াবার শহর হিসেবে পরিচিত কক্সবাজার সংলগ্ন চৌফলদন্ডী সেতুর কাছাকাছি একটি নৌকা থেকে প্রায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। যার মূল্য প্রায় ৭০ কোটি টাকা।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান।
এসপি হাসানুজ্জামান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় নদী থেকে সাত বস্তা ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
তিনি বলেন, গণনা শেষ না হওয়ায় ইয়াবার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে এ সংখ্যা প্রায় ১৪ লাখেরও বেশি হতে পারে।
কক্সবাজারে ৭০ কোটি টাকার ইয়াবা উদ্ধার
