চট্টগ্রাম লিড নিউজ

বিচারকের উপর হামলাঃ হাজী ইকবালের ছেলের ৫ বছর জেল

 

নিজস্ব প্রতিবেদক
এক বিচারকের উপর হামলার দায়ে বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ছেলে আলী আকবর ইকবালকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত অপর আসামি আলী আকবরের সহযোগী হাসান আলী জিসানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. রেজাউল করিম মহানগর নিউজকে বলেন, বিচারকের ওপর হামলার ঘটনায় আলী আকবর ইকবালকে পাঁচ বছরের কারাদণ্ড ও তার সহযোগী হাসান আলী জিসানকে খালাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৯ ডিসেম্বর বিকেলে  চট্টগ্রামের ৫ম যুগ্ম দায়রা জজ জহির উদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে সহযোগী হাসান আলী জিসানসহ আলী আকবর ইকবালকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ। পরে পতেঙ্গা থানা পুলিশ আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসানের চার দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন

 

Related Posts