চট্টগ্রাম লিড নিউজ

চট্টগ্রামের তিন পৌরসভায় নৌকা বিজয়ী

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের তিন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয় লাভ করেছেন। পটিয়া পৌরসভায় আওয়ামী লীগেচট্টগ্রামেরর প্রার্থী আইয়ুব বাবুল, চন্দনাইশ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী মু. মাহাবুবুল আলম খোকা জয় পেয়েছেন।

এছাড়া সাতকানিয়া পৌরসভায় আওয়ামীল প্রার্থী মো. জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয় পৌরসভা নির্বাচন।

পরে ভোট গণনা করেন নির্বাচনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা।

প্রাপ্ত ফলাফলে অনুযায়ী, পটিয়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আইয়ুব বাবুল পেয়েছেন ১৪ হাজার ৮৩৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী মো. নুরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪৯৪ ভোট। অন্যদিকে চন্দনাইশ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী মু. মাহাবুবুল আলম খোকা পেয়েছে ১৫ হাজার ৯৫৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী আইনুল কবির পেয়েছেন ১ হাজার ৯১৬ ভোট।

এরআগে সাতকানিয়া পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মো. জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছেন।

পটিয়া পৌরসভায় সাতকানিয়া পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ৩৯ হাজার ৭৮৭ জন ভোটার। এরমধ্যে ২০ হাজার ৯২৫ জন পুরুষ ও ১৮ হাজার ৮৬২ জন মহিলা ভোটার। চন্দনাইশ পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ২৮ হাজার ৯৯৭ জন ভোটার। এরমধ্যে ১৫ হাজার ১৯৯ জন পুরুষ ও ১৩ হাজার ৭৯৮ জন মহিলা ভোটার। সাতকানিয়া পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ৩৭ হাজার ৫৫০ জন ভোটার। এরমধ্যে ১৯ হাজার ৬৩১ জন পুরুষ ও ১৭ হাজার ৯১৯ জন মহিলা ভোটার।

 

Related Posts