চট্টগ্রাম স্বাস্থ্য

আনোয়ারা প্রেসক্লাবের করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন বুথে মানুষের ভিড়

 

আনোয়ারা প্রতিনিধি-

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চট্টগ্রামের আনোয়ারা প্রেসক্লাবের বিনামূল্যে রেজিষ্ট্রেশন বুথে নিবন্ধন করতে বৃদ্ধ, নারী-পুরুষসহ বিভিন্ন পেশার মানুষের সকাল থেকে ছিলো ব্যাপক সাড়া। গত তিনদিনে এক হাজার রেজিষ্ট্রেশন হয়েছে সম্পন্ন। রবিবার (১৪ ফেব্রুয়ারী) বেসরকারি এনজিও সংস্থা নির্মল ফাউন্ডেশনের সহযোগিতায় প্রেসক্লাবের আয়োজনে রেজিষ্ট্রেশন কার্যক্রম সমাপনী দিনে জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মো. ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীন হাসান আহমেদ, থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার, প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু, রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলমসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ডাক্তার, ব্যাংকার, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং এ কার্যক্রমকে সাধুবাদ জানান।

Related Posts