সিনিউজ ডেস্ক
ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মিয়ানমারে। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। এমন পরিস্থিতিতে দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনের রাজপথে সামরিক যান নামিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।
মিয়ানমারের মার্কিন দূতাবাসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রবিবার ইয়াঙ্গুনের রাস্তায় তিনটি সশস্ত্র সামরিক যান নামিয়েছে সেনাবাহিনী।
গত পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম সড়কে সামরিক যান নামানো হলো।
এদিকে মার্কিন দূতাবাস সতর্ক করে দিয়ে বলেছে, আগামী ১২ ঘণ্টা মিয়ানমারে ইন্টারনেট সেবা বন্ধ থাকতে পারে। অবশ্য দেশটির তথ্য প্রযুক্তি খাত পরিচালনাকারী প্রতিষ্ঠান নরওয়েজিয়ান টেলিকমিউনিকেশন্স এ তথ্য নিশ্চিত করতে পারেনি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাতে ব্যাপক ধরপাকড় অভিযান চালাতে পারে নিরাপত্তা বাহিনী।
মিয়ানমারে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ অবস্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে। স্থানীয় সময় রাত ১টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।