নিজস্ব প্রতিবেদক
রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানমকে অপসারণ করা হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব শামসুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের অক্টোবরে উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান’ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি কর্মকর্তাগণের সঙ্গে অকথ্য ভাষায় গালমন্দ, অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যসহ ঔদ্ধত্যপূর্ণ অসদাচরণ করেন ফৌজিয়া খানম। এই ঘটনায় উপজেলা পরিষদ আইন-১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত) এর ১৩(১)(গ)] ধারা লঙ্ঘিত হওয়ায় সরকার জনস্বার্থে তাকে তার স্বীয় পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এমতাবস্থায় বিষয়টি বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমাণিত হওয়ায় উপজেলা পরিষদ আইন-১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত) এর ১৩(২) ধারা এবং উপজেলা পরিষদ সদস্য ও মহিলা সদস্যদের (অপসারণ, অনাস্থা ও পদ-শূন্যতা) বিধিমালা, ২০১৬ মোতাবেক তাকে স্বীয় পদ হতে অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করা হয়।
এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, প্রজ্ঞাপনের অনুলিপি পেয়ে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এটি হয়েছে। অবিলম্বে তা কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য ফৌজিয়া খানম টানা তৃতীয়বারের মতো নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।