চট্টগ্রাম

পারকি সৈকতে পুকুরে ডুবে পর্যটকের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা পারকি সমুদ্র সৈকতের লুসাই পার্কের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ মারুফ (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় দিকে এ দুর্ঘটনা ঘটেছে। মারুফ নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে নগরীর দামপাড়া এলাকা থেকে বাস নিয়ে বন্ধুদের সাথে পারকি সৈকতে বেড়াতে যান মারুফ।

পারকি লুসাই পার্কের ম্যানেজার মোহাম্মদ সোহেল জানান, ‘চট্টগ্রামের দামপাড়া এলাকা থেকে বাস যোগে একটি পর্যটকের দল পারকিতে বেড়াতে আসে। তাদের মধ্যে অনেকেই গোসল করতে নামেন লুসাই পার্কের পুকুরে। সবাই উঠে আসলেও মারুফ নামে এক পর্যটককে না পেয়ে তল্লাশি চালাই।’

তিনি বলেন, ‘পরে অজ্ঞান অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঘটনার পর নিহত মারুফের বাবা হাসপাতালে এসে তাকে নিয়ে যান বলে জানান তিনি। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, ‘পারকিতে পর্যটক নিহতের বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি।’

Related Posts