চট্টগ্রাম

ফটিকছড়িতে ৩ টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

ফটিকছড়িতে ৩ টি অবৈধ ইটভাটা
গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

মো.এমরান হোসেন.ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়িতে ৩ টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ১৭ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে নাজিরহাট পৌরসভা এলাকার হালদা ব্রিকস (এইচ বি), হারুয়ালছড়ি ইউনিয়নের জারিয়া ব্রিকস(জে বি) ও পাইন্দং ইউনিয়নের গ্রামীণ ব্রিকস (জি বি) বুল্ডোজার দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। বিজিবি, র্যব ও পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
অভিযান চলাকালে পাইন্দং ইউনিয়নের গ্রামীণ ব্রিকসের মালিকানা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় ইটভাটাটির শেয়ার হোল্ডার নুরুল আজমকে আটক করা হয়। পরে বিকালের দিকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, ফটিকছড়ির ভুজপুর এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা গুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। ইটভাটা ব্যবসা পরিচালনা করার কোন ধরণের ছাড়পত্র নেই। প্রতিনিয়ত পরিবেশ ধ্বংস করে চলেছে। অভিযানে ইটভাটাগুলোর চিমনীসহ গুড়িয়ে দিয়ে এগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। অভিযানে কাঁচা ইট ও ইট তৈরীর সরঞ্জামাদি ধ্বংস করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Related Posts