চট্টগ্রাম লিড নিউজ

কর্মচারিকে মারলেন জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর

 

নিজস্ব প্রতিবেদক

জেলা সিনিয়ন নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানের বিরুদ্ধে অফিসের এক কর্মচারিকে মারধরের অভিযোগ উঠেছপ। এ ঘটনার জেরে কমিশনের কর্মচারীরা কর্মবিরতিরও ঘোষণা দিচ্ছেন।

বুধাবর বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসে এ ঘটনা ঘটে বলে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করা হয়েছে।

মারধরের শিকার চট্টগ্রাম নির্বাচন কমিশনের পাচঁলাইশ থানার নির্বাচন অফিসের অফিস সহায়ক রক্ষিম বড়ুয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ওয়াশরুমে থেকে রুমে প্রবেশের সাথে সাথে স্যার (আতাউর রহমান) বললেন- তুমি কোথায় গেছো ? ওয়াশরুমে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গেই কিছু বুঝে উঠার আগেই আমাকে থাপ্পড় মারতে থাকেন স্যার (আতাউর রহমান)।

কি কারণে মারলেন কিছুই বুঝতে পারলাম না। এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে (থানা নির্বাচন অফিসার) অবহিত করেছি।

ঘটনার বিষয়ে চট্টগ্রামের পাচঁলাইশ থানার নির্বাচন কর্মকর্তা রকর চাকমা বলেন, ‘ছোট্ট ভুল বোঝাবুঝি হয়েছে। এটা ছোট বিষয়।

পরে এটা ঠিক হয়ে গেছে। ’

জানা গেছে, সকাল থেকেই নির্বাচন অফিসের নিচের কয়েকটি কক্ষে স্মার্ট কার্ড সংগ্রহ করতে এসেছেন সাধারণ ভোটাররা। এসব স্মার্ট কার্ড বিতরণ করছেন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারিরা। এখানে এই স্মার্ট কার্ড বিতরণের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম নির্বাচন কমিশনের পাচঁলাইশ থানার নির্বাচন অফিসের অফিস সহায়ক রক্ষিম বড়ুয়াকে রুমে ডুকেই মারধর করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান।

এ ঘটনায় অফিসের কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এতে তুচ্ছ ঘটনায় সিনিয়র একজন কর্মকর্তা কর্তৃক অফিসের একজন কর্মচারীকে মারধরের বিষয়ে ক্ষিপ্ত হয়ে উঠেন কর্মচারীরা।

এ বিষয়ে অভিযুক্ত জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা অতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

Related Posts