ঢাকা অফিস
গ্রামীণ টেলিকমের ছাঁটাইকৃত কর্মীদের পুনঃনিয়োগে আদালতের আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনুছকে তলব করেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ১৬ মার্চ তলব করেছেন হাইকোর্ট বিভাগ।
জানা গেছে, ওই দিন অনুষ্ঠেয় ভার্চুয়াল শুনানিতে শান্তিতে নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।