নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আনোয়ারায় উপজেলায় আশরাফ চৌধুরী ইমন( ২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মা কমিউনিটি সেন্টারের সামনে ঘটনাটি ঘটে।
নিহতের ঘটনাটি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম জানান, নিহতের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, কেন? কি কারণে দুর্বৃত্তরা আশরাফকে খুন করেছেন।
স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশেষ সূত্রে জানা যায়, আনোয়ারা সদরে ছুরিকাঘাতে নিহত যুবক একজন ছাত্রলীগের কর্মী। খুনের অভিযোগ জেলা ছাত্রলীগের পদবি ধারী এক নেতার বিরুদ্ধে। যদিও এ বিষয়ে ভয়ে কেউ মুখ খুলছে না।
অপরদিকে জানা যায়, নিহত আশরাফ চৌধুরী ইমন এর নিজ বাড়ি নোয়াখালীর সুবর্নচর থানার চরফ্যাশন গ্রামে। তার পিতার নাম মোঃ আবদুল। সূত্র জানান, নানার বাড়ি আনোয়ারা হওয়া আর পিতার চাকরির কর্মস্থল চট্টগ্রাম হওয়াতে আনোয়ারায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এএসআই আলা উদ্দিন মিয়া তালুকদার জানান, রাত ৭টার দিকে ছুরিকাঘাতে আহত এক যুবককে আনোয়ারা থেকে মেডিকেলে আনার কিছুক্ষনের মধ্যেই ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। নিহত যুবকের লাশ এখন মর্গে রয়েছে।’