চট্টগ্রাম লিড নিউজ

নগরীতে কলেজ ছাত্রীকে ধর্ষণ তিন স্কুল ছাত্রের,গ্রেপ্তার ১

 

নিজস্ব প্রতিবেদক

নগরীর পাঁচলাইশ এলাকার একটি বাড়ির ছাদে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করেছে ইংলিশ মিডিয়ামের এক ছাত্র ও তার দুই সঙ্গী। এ ঘটনায় পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটি থেকে গ্রেপ্তার হওয়া ওই শিক্ষার্থীর নাম আজমাইল আজিম আয়ান (২২)।

এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর পাঁচলাইশ থানা এলাকায় একটি ভবনের ছাদে ধর্ষণের এ ঘটনায় ওইদিন রাতেই তিনজনের নামে মামলা করেন ওই ছাত্রী।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ওই তরুণের বাড়ি নগরীর সদরঘাট এলাকায়। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ওই ছাত্রী তিনজনের নামে মামলা করেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মামলায় উল্লেখ করা হয়, কোচিংয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত ছেলেটি। এটা নিয়ে ওই তরুণের বাবার কাছে অভিযোগও জানায় ছাত্রীর পরিবার। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বুধবার বিকেলে মেয়েটি কোচিংয়ে গেলে তাকে কৌশলে একটি ভবনের ছাদে নিয়ে যায় ছেলেটি। সেখানে তাকে নির্যাতন করা হয়। এ সময় ওই তরুণের সঙ্গে আরও দুইজন ছিল। তাদেরকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান ওসি কাশেম ভূঁইয়া।

Related Posts