চট্টগ্রাম লিড নিউজ

সিএমপির ৮ ডিসি পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) উচ্চ পর্যায়ে বড় রদবদল হয়েছে।  বিশেষ শাখার উপ কমিশনার আব্দুল ওয়ারিশসহ ডিসি পদের ৮ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। 

সোমবার (১ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন

সিএমপি সূত্র জানায়, সিএমপিতে নতুন আসা উপ কমিশনার জসিম উদ্দীনকে পিওএম (বন্দর ও উত্তর) পদে পদায়ন করে ওই পদে থাকা শাকিলা সোলতানাকে ট্রাফিক (বন্দর) পদে বদলি করা হয়েছে।
ট্রাফিক (বন্দর) পদে কর্মরত তারেক আহম্মেদ ট্রাফিক (পশ্চিম) বিভাগে আর ট্রাফিক (পশ্চিম) বিভাগের ডিসি জয়নুল আবেদীনকে উপ কমিশনার ক্রাইম পদে পদায়ন করা হয়।
ডিসি ক্রাইম পদে থাকা এম এন নাসিরুদ্দীনকে ট্রাফিক দক্ষিণ বিভাগে এবং সিএমপির পশ্চিম বিভাগের ডিসি ফারুক উল হককে ডিবি (পশ্চিম ও বন্দর) বিভাগে বদলি করা হয়। একই পদে দায়িত্ব পালন করে আসা মনজুর মোরশেদকে সিটি এসবির ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে দীর্ঘদিন ধরে সিটি এসবির দায়িত্বে সামলে আসা আব্দুল ওয়ারিশকে সিএমপির পশ্চিম জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।

Related Posts