জাতীয় লিড নিউজ

দেশে টিকা নিয়েছেন প্রায় ৩৬ লাখ মানুষ

ঢাকা অফিস

দেশে টিকাদান কর্মসূচি শুরুর পর আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন। তাদের মধ্যে ২২ লাখ ৯৪ হাজার ৬৯ জন পুরুষ ও ১২ লাখ ৮৭ হাজার ১০০ জন নারী। টিকা গ্রহণকারী এই ব্যক্তিদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে মাত্র ৮০৭ জনের।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ টিকা নিয়েছেন ১ লাখ ২১ হাজার ১০ জন। তাদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৮০০ জন ও নারী ৪৮ হাজার ২১০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট টিকা নেওয়া ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ লাখ ১২ হাজার ৩৫ জন, ময়মনসিংহ বিভাগের এক লাখ ৫১ হাজার ৫৮৪ জন, চট্টগ্রাম বিভাগের সাত লাখ ৬৯ হাজার ১৫৩ জন, রাজশাহী বিভাগের তিন লাখ ৮৯ হাজার ৩১৬ জন, রংপুর বিভাগের তিন লাখ ২৭ হাজার ৩২৬ জন, খুলনা বিভাগের চার লাখ ৫৫ হাজার ৩৯৭ জন, বরিশাল বিভাগের এক লাখ ৬৫ হাজার ১৮৯ জন এবং সিলেট বিভাগের দুই লাখ ১১ হাজার ১৬৯ জন।

আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশ থেকে টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৭ লাখ ৭০ হাজার ৯৫৩ জন।

গত ২২ জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে টিকা আসে প্রথমবারের মতো। সেদিন ভারত সরকারের উপহারের ২০ হাজার টিকা পৌঁছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তিন দিন পর বাংলাদেশের কেনা ৫০ লাখ টিকা আসে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা কার্যক্রম উদ্বোধন করেন।  এরপর ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলছে।

সরকার শুরুতেই সিদ্ধান্ত নেয়, টিকা প্রথমে পাবে সম্মুখসারির যোদ্ধা অর্থাৎ স্বাস্থ্যকর্মীরা। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, সরকারের অত্যাবশ্যকীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ৬০ বছরের বেশি বয়সীদেরকে রাখা হয় অগ্রাধিকার তালিকায়।

Related Posts