নিজস্ব প্রতিবেদক
লালখান বাজার থেকে বিমান বন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ চলছে ধীরগতিতে।এতে সৃষ্টি হচ্ছে যানযটের। বাড়ছে জনদুর্ভোগ। লাখ লাখ মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বিশেষ করে বন্দরটিলা এলাকার অবস্থা ভয়াবহ।
এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ এগিয়ে চলছে। কিন্তু তার গতি খুব কম। মালামাল রাখা হয়েছে রাস্তার আশেপাশে।
বন্দরটিলা এলাকায় দেখা যায়, রাস্তার উভয় পাশে শত শত গাড়ি দাঁড়িয়ে থাকে। চলে খুব কম গতিতে। রাস্তার মাঝখানে ছাড়াও দুই পাশে রাখা হয়েছে নির্মাণ সামগ্রি।
নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বন্দর রক্ষা কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ রোটারিয়ান মো. ইলিয়াছ বলেন,এটি কাজ শেষ হলে জনগণের উপকার হবে এটি ঠিক আছে,কিন্তু যে গতিতে কাজ চলছে তাতে লোকজনের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ বিষয়ে এলাকাবাসি মানববন্ধনও করেছে। আমরা চাই দ্রুতগতিতে কাজ শেষ হোক। তিনি বলেন, আমরা কেউ উন্নয়নের বিরুদ্ধে নই,তবে সেটা হতে হবে পরিকল্পিত। মালামালগুলো নিয়মমাফিক রাখলেও দুর্ভোগ কিছুটা কমবে।