চট্টগ্রাম লিড নিউজ

রহস্যজনক আগুনে পুড়ল বাগদাদ এক্সপ্রেসের ১১টি বাস

 

নিজস্ব প্রতিবেদক
নগরীর সিটি গেট এলাকায় রহস্যজনক আগুনে বাগদাদ এক্সপ্রেসের ১১টি বাস পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িগুলো একটি গ্যারেজে রাখা ছিল। হঠাৎ একটি গাড়িতে আগুন ধরে। পরে সেখানে রাখা অন্য গাড়িগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাগদাদ এক্সপ্রেসের ১১টি এসি বাসে আগুনে পুড়ে যায়। আজ বেলা একটায় চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকার সিডিএতে ছবি: প্রথম আলো

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, দুপুরে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন। বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। গাড়িগুলোর মধ্যে ৯টি বেশি পুড়ে গেছে। আর সব কটি গাড়ি পরিত্যক্ত।

তবে বাগদাদ এক্সপ্রেসের কর্মকর্তা সোহেল ইকবাল জানান, ১১টি গাড়ির মধ্যে সাতটি চালু ছিল। তিনি বলেন, ‘কী কারণে আগুন লেগেছে, তা বুঝতে পারছি না। এত অল্প সময়ে কীভাবে বাসগুলো পুড়ল, তাও বুঝতে পারছি না।’

 

Related Posts