নিজস্ব প্রতিবেদক
নগরীর হালিশহরে ছুরিকাঘাতে কাউসার (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে হালিশহর ছোটপুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কাউসার ছোটপুল শিপিং কলোনির মো. কামালের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুবিন। তিনি জানান, ছুরিকাঘাতে আহত কাউছারকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।