চট্টগ্রাম লিড নিউজ

চট্টগ্রামে আবারো বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা,২৪ ঘণ্টায় ১৩১ জন

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আবারো করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩১ জনের। এর মধ্যে ১১২ জন নগরের এবং ১৯ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ১৭৮ জনে। একই সময়ে চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, মার্চের প্রথম সপ্তাহ থেকে চট্টগ্রামে বাড়তে শুরু করেছে করোনা শনাক্তের সংখ্যা। মানুষ স্বাস্থ্যবিধি না মানার কারণে এটি হচ্ছে। টিকা নিয়ে এখন মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। তবে সবাই যদি মাস্ক পরিধান করে এবং করোনার টিকা নেয় তাহলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

শুক্রবার (১২ মার্চ) সকালে সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে সাতটি ল্যাবে ১ হাজার ৯৯৬ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ১৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তবে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৭৯ জন। এর মধ্যে ২৭৮ জন নগরীর ও ১০১ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চমেক) ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯৪০ জনের নমুনা পরীক্ষায় ২০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫৮১ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০০ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার জীবাণু পাওয়া যায় নি।

তবে এদিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয় নি।

 

Related Posts